শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে নাট্যাখ্যান মুজিব মানে মুক্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং ঐতিহাসিক পটভূমিতে রচিত মঞ্চ নাটক ‘মুজিব মানে মুক্তি’র মাসব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। লিয়াকত আলী লাকীর গ্রন্থনা, পরিকল্পনা, সুর সংযোজন ও নির্দেশনায় মাসব্যাপী দেশের বিভিন্নস্থানে এই নাট্যাখ্যান প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা জানান, দেশের প্রায় ১০০টি নাটকের দল নাটকটির রিহার্সেল করেছে। এই দলগুলো পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় প্রদর্শনীতে অংশ নেবে। বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবন-ভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান মুজিব মানে মুক্তি। আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, দ্রোহ ও মুক্তির স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মূল প্রতিপাদ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেইশ বছরের পাকিস্তানি অপশাসন, একাত্তরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশ গঠন এবং তার মহাপ্রয়াণ এই নাটকের উপাত্ত। নির্দেশক লিয়াকত আলী লাকী বলেন, ইতিহাস নির্ভর নাট্য নির্মাণ চিরকালই কঠিন কাজ। আর একজন মহাপুরুষের সংগ্রামী জীবন নিয়ে শিল্প নির্মাণ আরও কঠিন। ইতিহাসের শিল্পিত উপস্থাপন ও জাতির পিতার একটি জাতি ও দেশ নির্মাণ ও তাঁর মহাপ্রয়াণে নিরীক্ষাধর্মী শিল্প শৈলী, নানা ইমেজ ও কোরিওগ্রাফের ভেতর দিয়ে উপস্থাপনই এই প্রযোজনার মূল কর্ম। ইতিহাসের সত্যের চেয়ে শিল্পের সত্য অনেক বেশি শক্তিশালী। একটি আবেগ আশ্রিত কাব্যিক শিল্প উপস্থাপন করার চেষ্টা করেছি এই কাজটির মাধ্যমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন