শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাউছারের অপেক্ষায় পরিবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৪:৩২ পিএম

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে কাউছার হোসেনকে (৩৫) সাদা পোশাক পরিহিত ৭-৮ জন র‌্যাবের পরিচয়ে ধরে নিয়ে যায়। তারপর এখন পর্যন্ত হদিশ মেলেনি তার। গুম হওয়া কাউছারের স্ত্রী মিনু আকতার (২৭) আজ শুক্রবার (৩০ আগস্ট) জানিয়েছেন, সেই রাতে নিজ বাড়ি নাখালপাড়া সি আর মাজারের ঢাল থেকে তার স্বামীকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭-৮ জন সদস্য। পরদিন তেজগাঁ থানায় গেছে জিডি নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। 
কাউছারের দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া মেয়ে মিমকে (৯) প্রতিদিনই শোনাতে হচ্ছে নতুন নতুন মিথ্যা কাহিনী। জীবনধারনের জন্য সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। গুম হওয়া কাউছার স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিল বলে জানিয়েছে তার স্ত্রী। এছাড়া নিজ ঘরে আরবি পড়িয়ে কিছু টাকা উপার্জণ করেন তিনি। ঈদের সময় বিএনপির পক্ষ থেকে দশ হাজার টাকা দেয়া হয় বলেও জানিয়েছেন গুম হওয়া কাউছারের স্ত্রী।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন