শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

৬ সেপ্টেম্বর ‘জামদানি উৎসব’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

এক সময় মুসলিম কাপড় ছিল বাংলাদেশের গর্ব। এখন গর্ব জামদানী শাড়ি। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে পাঁচ সপ্তাহব্যাপী সেই জামদানি উৎসব শুরু হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। এ উৎসব শেষ হবে আগামী ১২ অক্টোবর। গতকাল বেঙ্গল শিল্পালয়ের চিলেকোঠায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজকরা। যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন। বেঙ্গল শিল্পালয়ে জামদানি উৎসবের উদ্বোধন হবে আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৫টায়। এরপর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। তবে রোববার থাকবে সাপ্তাহিক ছুটি। প্রদর্শনীতে আড়ং, অনন্যা, কুমুদীনি হ্যান্ডিক্রাফটসসহ দেশের স্বনামধন্য পাঁচটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, তাঁতী আবুল কাসেম, আড়ংয়ের প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন