শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জেএমবি সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে মোহাম্মদ আকরামুল ইসলাম (২৬) নামে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সে জেএমবির তালিকাভুক্ত সদস্য বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে গতকাল রোববার সকালে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আকরামুল আদাবাড়ি গ্রামের ইসহাক আলীর ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, আকরামুল জেএমবির তালিকাভুক্ত সদস্য। তার নামে ঢাকার সবুজবাগ থানায় ২০০৫ সালে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা ও নিউমার্কেট থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়াও সিলেটের হবিগঞ্জে তার নামে ৫টি মামলা ছিল। সেগুলো থেকে পরে অব্যাহতি পায় সে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন