শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংসদে বিরোধীদলীয় নেতা হলেন রওশন, উপনেতা জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০১ পিএম

একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ। আর দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে উপনেতা করা হয়েছে।
আজ সোমবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় রওশন এরশাদকে নেতা ও জিএম কাদেরকে বিরোধীদলীয় উপনেতা করার জন্য পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে স্পিকারকে অনুরোধ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদকে (ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি (২) (১) (ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং বিরোধীদলীয় নেতা এবং এক উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯ মোতাবেক লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন