শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিরতি শেষে অভিনয়ে ফিরছেন আলভী

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

গত বছর ঈদে সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন অভিনেত্রী আলভী। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। এতোদিন নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার থানা পাড়াতেই একমাত্র সন্তান আমীরা হাসিন আহেলী’কে নিয়ে ব্যস্ত ছিলেন। সন্তানকে নিয়ে ব্যস্ত থাকাকালীন এই সময়ে অনেক পরিচালকই তার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আলভী সময় বের করতে পারেননি। এখন সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়ে ফিরবেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপও হয়েছে তার। আলভী বলেন, ‘আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি সবার সঙ্গে ঠিকঠাক মতো যোগাযোগ রাখতে পারি না। ফলে অভিনয়েও আমাকে নিয়মিত দেখা যায় না। অবশ্য বিগত বেশ কিছু দিন আমি আমার সন্তানকে নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু এখন কাজে ফেরার প্রবল আগ্রহ আমার। তবে বেছে বেছে ভালো গল্পের কাজ করতে চাই। এটা শুধু বলার জন্যই বলা নয়, সত্যিই তাই চাচ্ছি আমি। প্রয়োজনে ভালো গল্পের একটি সিনেমাতেও কাজ করতে চাই।’ উল্লেখ্য, গত বছর ঈদে আলভী বৈশাখী টিভিতে প্রচারিত ফরিদুল হাসানের ঈদ ধারাবাহিক ‘বউয়ের দোয়া পরিবহন’ ও শাহজাদা মামুনের একটি খÐ নাটকে অভিনয় করেছিলেন। আলভী, বিদ্যা সিনহা মিম ও ফারিয়া প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করেন সাইফুল ইসলাম মান্নুর নির্দেশনায় ‘চলো না বৃষ্টিতে ভিজি’তে। এরপর আলভী ফেরদৌস হাসান রানার ‘পৃথিবীর সব রূপ মেখে আছে আছে ঘাসে’ টেলিফিল্মে অপূর্ব’র বিপরীতে অভিনয় করেন। শুরুতেই আলোচনায় আসেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘পত্রমিতালী’ নাটকে অভিনয় করে। আলভীর মেয়ে জন্ম নেয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। তিনি বিয়ে করেন ২০১২ সালের ১১ অক্টোবর। আলভী অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘গৃহদাহ’, ‘দত্তা’, ‘দেনা পাওনা’, ‘হালখাতা’, ‘পাত্রী চাই’, ‘অলসপুর’, ‘গুলশান এভিনিউ’, ‘তুই কে আমার’, ‘সহযাত্রী’, ‘সোনার খাঁচা’ ইত্যাদি। কুষ্টিয়াতেই ছোটবেলায় ‘বোধন থিয়েটার’এর সাথে সম্পৃক্ত থেকেই অভিনয়ে তার যাত্রা শুরু। এই দলের হয়ে তিনি লাক্স বিজয়ী হবার পর ‘বকফুল’ নাটকে অভিনয় করেছিলেন। কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন