শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিল স্কার্সগার্ড আতঙ্কিত হন কী দেখে!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

‘ইট’ (২০১৭) এবং ‘ইট: চ্যাপ্টার টু’তে ইট বা পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউনের ভূমিকায় অভিনয় করেছেন বিল স্কার্সগার্ড। এই রূপে স্কার্সগার্ডকে দেখে আতঙ্কিত হয়নি এমন কোনও হরর ফিল্ম দর্শক পাওয়া যাবে না। তবে এই অভিনেতা নিজে আতঙ্কিত হন ২০১৬’র ‘দ্য ওয়েলিং’ চলচ্চিত্রটি দেখে। সুইডিশ বংশোদ্ভূত অভিনেতাটি বলেন, “একবারে যথাযথ, অদ্ভুত, এবং খুবই খুবই ভয়ানক।” স্কার্সগার্ড ফিল্মটি দেখে আতঙ্কিত হন কিন্তু এরপরও এটি বারবার দেখা তার বাতিকে পরিণত হয়েছে। তিনি বলেন, “ফিল্মটি স¤প্রতি আমার বাতিকে পরিণত হয়েছে।” না হং-জিন পরিচালিত ‘দ্য ওয়েলিং’ কোরিয়ার এক শহরে আপাত অসম্পর্কিত কয়েকটি রহস্যময় হত্যাকাÐের গল্প। তিনি আরও বলেন, “ এমন অদ্ভুত বিমূর্ত হরর ফিল্মের ভক্ত হলে সবারই এটি দেখা উচিত।” তিনি জানান এই ফিল্মটি ভোলা যায় না। স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে ‘ইট: চ্যাপ্টার টু’ পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েতি। মূল কাহিনীর ২৭ বছর পরের কাহিনী এটি। পেনিওয়াইজের সঙ্গে সঙ্গে দ্য লুজার্স দলও ফিরে আসে তাকে মোকাবেলা করার জন্য। স্কার্সগার্ড বলেন : “এটি যথাযথ কারণ দ্বিতীয় ফিল্মটি সেখানেই শেষ হয়েছে যেখানে উপন্যাস শেষ হয়েছে, সুতরাং এটিই চূড়ান্ত অধ্যায়।”

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন