শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ‘গেইম অফ থ্রোনস’ প্রিকুয়েল টারগারিয়েন বংশ নিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

‘গেইম অফ থ্রোনস’ কাহিনীর আরেক পর্ব পর্দায় আসছে। এইচবিও সিরিজের আরেকটি প্রিকুয়েল সিজনকে সবুজ সংকেত দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছি নতুন এই মৌসুম হবে টারগারিয়েন বংশকে নিয়ে। মূল সিরিজের কাহিনীর ৩০০ বছর আগের এই কাহিনীর একটি পাইলট (পরীক্ষামূলক পর্ব) নির্মাণের নির্দেশ দিয়েছে কেবল নেটওয়ার্কটি। আভাস দেয়া হয়েছে টারগারিয়েন বংশের উত্থান আর পতন দেখান হবে এই মৌসুমে। মূল ‘গেইম অফ থ্রোনস’ সিরিজটি নির্মিত হয়েছে জর্জ আরআর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে। প্রিকুয়েল লিখবেন মার্টিন এবং রায়েন রন্ডাল। উপন্যাসে টারগারিয়েন রাজা ইগনের (প্রথম ওয়েস্টারোস শাসক) এবং ইগন দ্য ড্রাগনবেনের উল্লেখ আছে যারা ডেনেরিস টারগারিয়েনের (এমিলিয়া ক্লার্ক রূপায়িত) পূর্বপুরুষ। টারগারিয়েন প্রিকুয়েল ২০১৭তে এইচবিও ঘোষিত কাহিনী নয় বলে জানা গেছে। এইচবিও সে সময় চারটি প্রিকুয়েলের ঘোষণা দেয়, এর পর পঞ্চম আরেকটি যোগ করা হয়। অন্য প্রিকুয়েলগুলোর কাজ চলছে, এগুলোর কাহিনী মূল সিরিজের কাহিনীর হাজার বছর আগের, এর কেন্দ্রীয় ভূমিকায় আছেন নেয়োমি ওয়াটস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন