শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩০ এএম

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চারটি রো রোসহ আটটি ফেরি চলাচল শুরু করেছে। এর আগে ভোর রাত সাড়ে ৩টার দিকে নাব্যতা সংকটের কারণে ফেরি বন্ধ হয়ে যায়।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নৌরুটে চারটি রো রোসহ আটটি ফেরি চলাচল শুরু করেছে। গেল কয়েকদিন ধরেই এই নৌরুটে নাব্যতা সংকট চলমান রয়েছে। ঘাট থেকে ফেরি যাত্রী ও যানবাহন লোড করে নিয়ে গিয়ে চ্যানেলের মুখে নাব্যতা সংকটের কবলে পড়ে আবার ফিরে আসে। পর্যাপ্ত গভীরতা না থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি বন্ধের কারণে বর্তমানে শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যাই বেশি আছে। ফেরিগুলো কম যানবাহন লোড করে ঘাট ছেড়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন