বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ন্যু ক্যাম্পে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

ফুটবলপ্রেমীদের কাছে এল ক্লাসিকোর আবেদন অনবদ্য। গোটা বিশ্বে ক্লাব পর্যায়ের কোনো ম্যাচই এর চেয়ে বেশি উত্তেজনা-রোমাঞ্চের জোগান দেয় না। এর সঙ্গে তুলনা চলে কেবল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের, তবে সেটা আন্তর্জাতিক পর্যায়ের দ্বৈরথ- সুপার ক্লাসিকো বলে। ফের একবার এল ক্লাসিকোর আবেদন নিয়ে হাজির লা লিগা। চলতি ২০১৯-২০ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা ঘরের মাঠে মোকাবেলা করবে চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদকে।

গতপরশু রাতে এল ক্লাসিকোর দিন-ক্ষণ নির্ধারণ করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর শনিবার লিগের দশম রাউন্ডে বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এল ক্লাসিকো মাঠে গড়ানোর সময়সূচি নিয়ে খুশি হতে পারেনি দেশটির ফুটবলভক্তরা। কারণ স্পেনের স্থানীয় সময় অনুসারে খেলা হবে দুপুরে।

তবে দুপুরে এল ক্লাসিকোর আয়োজন এবারই প্রথম নয়। শেষবার এই ধ্রæপদী লড়াই দিনের মধ্যেভাগে মাঠে গড়িয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরে, রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বার্সা। লক্ষ্যভেদ করেছিলেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও অ্যালেক্স ভিদাল।

গেল মৌসুমের লা লিগায় প্রথম এল ক্লাসিকোও অনুষ্ঠিত হয়েছিল বার্সার মাঠে। উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের হ্যাটট্রিকে ৫-১ গোলে রিয়ালকে বিধ্বস্ত করেছিল কাতালানরা। তবে চলতি বছরের ফেব্রæয়ারির পর আর মুখোমুখি হয়নি বার্সা-রিয়াল। ওই মাসে চারদিনের ব্যবধানে বার্নাব্যুতে দুবার দেখা হয়েছিল দুদলের। দুটি ম্যাচেই বিজয়ীর হাসি হেসেছিল বার্সা। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে ও লা লিগায় ফিরতি লেগে ১-০ গোলে রিয়ালকে হারিয়েছিল তারা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন