বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে

আমিরাতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ মাহফিলে বক্তারা

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৫:৫০ পিএম

মানুষের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করাই আল্লাহর ওলীদের জীবন মিশন উল্লেখ করে বক্তারা বলেন, আল-কোরআন আমাদের জীবন বিধান। রাসুল (স.) আমাদের আদর্শ। তাই আল্লাহ ও রাসুল (স.)-এর সান্নিধ্য লাভ করতে হলে কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে। তবেই দুনিয়া ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। গত শুক্রবার শারজাহ সানাইয়ায় বিএম লাকী গ্যারেজ প্রাঙ্গণে গাউছিয়া হক কমিটি শারজাহ বিএম শাখার উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ ঊপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা একথা বলেন।

কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহিন, মোদাচ্ছের শাহ ও তৌহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সিইও আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ’র সভাপতি আবুল বাশার, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, মিরসরাই সমিতি ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহেরউল্লাহ মিয়া, আলহাজ্ব মাওলানা গোলামুর নবী, মোহাম্মদ ফেরদৌস আলম, মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইউসুফউদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম বাবলু, মোহাম্মদ ইউসুফ, আনছারুল হক আনছার, মোহাম্মদ ওসমান চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমূখ। মাহফিল শেষে মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মুরাদ। মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন