শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ৮:৪১ এএম

‘জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে । সিটির ব্রঙ্কসে ‘গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েট হলে’র মনোরম পরিবেশে ৯ অক্টোবর এ সমাবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুরবাসীরা নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যোগ দিয়েছিলেন সপরিবারে।

চার শতাধিক প্রবাসীর এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। পবিত্র কোরআন থেকে পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। উভয় দেশের জাতীয় সংগীতের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল আকন্দ, পি.ই.। উদ্বোধনের পরেই আগত অতিথিদের মাঝে অ্যাপাটাইজার সার্ভ করা হয়। তারপর উদযাপন কমিটির সদস্য-সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আশাফুদ্দৌল্লাহ্ (লিটন)। পরে সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির সকল সদস্যকে মঞ্চে ডাকেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষিবিদ ও সংগঠনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আশরাফুজ্জামান, উপদেষ্টা সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মোর্শেদা জামান, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু হায়াত মোস্তফা হেলাল, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শেলী, উপদেষ্টা শাহ মো. ইমরান খান (শাহীন), কৃষিবিদ মো. মমিন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জন মোঃ বদিউজ্জামান (জামান), সাবেক সহ-সভাপতি জি ইউ টি হেলাল, বিশিষ্ট সংগঠক শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, খন্দকার সালমান, মো. সেলিম, ডা. দীতি ভৌমিক, ডা. সনু সাহুনী, কমিনিটি লিডার শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ (স্বপন), মো. কামাল হোসেন, মোখলেছুর রহমান, মো. এ, আই খান বিপ্লব, সৈয়দ আহমেদ বাবলা, মো. নুরুজ্জামান, নূর নবী, মো. সাইফুল ইসলাম, মো. আজিজুর রহমান, মো. নছিব, মো. পিন্টু, মো. সামিউল, মো. মোমিন প্রমুখ।
বক্তব্য রাখেন আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, আবু হায়াত মোস্তফা হেলাল, অজিত ভৌমিক, সাইদুর রহমান শেলী, শাহ মো. ইমরান খান (শাহীন), মো. আনোয়ার হোসেন, মো. মমিন, মো. বদিউজ্জামান (জামান), শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ (স্বপন), মো: শরিফুল ইসলাম (মিন্টু), রবিউল ইসলাম, এএসএম আশাফুদ্দৌল্লাহ্ (লিটন), মো. আহসান হাবীব, মো. রফিক হাসান, এস,এম হাসান আরিফ এবং মো. মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশন করা হয় সুস্বাদু বাঙালি খাবার। খাবার পরিবেশনে সহায়তা করেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ( মিন্টু), যুগ্ম সাধারণ সাম্পাদক মো. রফিকুল হাছান, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব, প্রচার সম্পাদক -এস এম হাসান আরিফ, সহ-ক্রীড়া সম্পাদক মো. রাসেদুল ইসলাম (রাশেদ), কার্যকরী সদস্য মো. মাসুদ কবীর রসূল, আব্দুল ওয়াহিদ।

আনন্দ-উচ্ছ্বাসকে ষোলকলায় পূর্ণ করে প্রবাসের জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান (মিরন)। সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, শশী, খন্দকার সালমান এবং সামিয়া ইসলাম।
সংগঠনের সভাপতি অজিত ভৌমিক অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশ থেকে প্রবাসের সকল জামালপুরবাসীকে পরবর্তী কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন