মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক জিএস মো. সেলিম শিকদারের অফিসে অভিযান চালিয়ে মেহেদী হাসান লাভলু (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদী হাসান লাভলু পুষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সদরের বাওয়ার রোডে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সেলিম শিকদারের অফিসে মাদক বিক্রি হচ্ছে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মেহেদী হাসান লাভলুকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, সেলিম শিকদারের অফিসে মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন