আগামীকাল শুক্রবার সকাল ৯টায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ ময়দানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে খতমে নবুওয়াত কেন্দ্রীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের আমীর মধুপুর পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি আল্লামা শাহ আহমাদ শফী।
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মাহী বি চৌধুরী, অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ , মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আলহাজ জায়েদুল আলম, আল্লামা আব্দুল কুদ্দুস, হযরত মাওলানা আনাস মাদানী, আন্তর্জাতিক মজলিসে তাহফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল আল্লামা নূরুল ইসলাম , মুফতী মুহাম্মদ ইমাদুদ্দীন ও কেয়াইন ইউপি চেয়ারম্যান মো. আশরাফ আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন