শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জামিরাতুর রহমাহ্ তিনদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গাজীপুরের আলোকিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিরাতুর রহমাহ্ এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরী ও দস্তারবন্দী প্রদান উপলক্ষে তিনদিন ব্যাপি ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আজ। স্থানীয় চান্দিনা হাইস্কুল মাঠে বাদ যোহর এ সম্মেলন শুরু হবে। প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব কামরুল হাসান সরকার রাসেল এতে সভাপতিত্ব করবেন। মাহফিলে প্রধান ও বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখবেন ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে আগত শায়খুল হাদীস, আল্লামা মনির আহমদ নকশবন্দী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা জুবায়ের আহমদ চৌধুরী, আল্লামা মুফতি দেলয়ার হোসাইন মীরপুরীসহ আরও অনেক ওলামায়ে কেরাম। মাহফিলে বিশেষ মেহমান থাকবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম ও এডভোকেট আজমত উল্লাাহ খাঁন ক্রমান্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত মহতি মাহফিলকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আল্লামা হাফেজ গাজী আল মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন