শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নরসিংদীতে দারুন নাজাত মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন শুরু কাল

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে: | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা খাটেহারা নরসিংদীর ১৬তম ইসলামী মহাসম্মেলন। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল। প্রথম দিন সম্মেলন উদ্বোধন করবেন ইয়ামিন এন্ড বিসমিল্লা টেক্সটাইলের এমডি মো. মমিন মিয়া। দ্বিতীয় দিন উদ্বোধন করবেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। প্রথমদিন আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ওয়াজ ফরমাবেন, আল্লামা মুফতি হামিদ জহিরী, মাওলানা এহতেরামুল হক উজানী, মাওলানা ইউসুফ বিন এনাম এবং মাওলানা আব্দুল বারি। দ্বিতীয় দিন মোহাম্মদ নূরুল হক মিলনের সভাপতিত্বে ওয়াজ ফরমাবেন, চরমোনাইর সাহেবজাদা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মাওলানা আমানুল্লাহ সিদ্দিকী, মাওলানা আজিজুল ইসলাম জালালী এবং মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বারী ইসলামী মহা সম্মেলন সফল করার জন্য এলাকাবাসীর প্রতি আহŸান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন