সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাত্র-ছাত্রীর পৃথক শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে

সোনাইমুড়ীর ওয়াজ মাহফিলে শাহ আহমদ শফী

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

সরকারকে ছাত্র ও ছাত্রীর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে। ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক ও ছাত্রীদের জন্য মহিলা শিক্ষকের ব্যবস্থা করতে হবে। বর্তমান যুব সমাজ মোবাইল আসক্ত হয়ে পড়েছে। তাই যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে।

গতকাল বুধবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাড়গাঁও ইসলামিয়া কাওমি মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলে চট্টগ্রাম হাটহাজারি মাদরাসার মুহতামিম শাহ আহমদ শফী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে নবী করিম (সা.) এর দেখানো পথ অনুসরণ করতে হবে। মাহফিলে আল্লামা শাহ আহমদ শফী আগত মুসল্লিদের তওবা পাঠ করান।

বড়গাঁও ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাও. বদিউল আলমের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হেফাজত ইসলামের জেলা আমির শিব্বির আহমেদ, ফেনি মাদরাসার মোহাদ্দিস ফরিদ উদ্দিন মোবারক, মাও. শামছুদ্দিন বাড়াইলি। মুফতি নাছরুল্লাহর সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আফম বাবুল বাবু, নদনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান দয়াল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Tarak ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৫১ পিএম says : 0
Absolutely right
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন