সরকারকে ছাত্র ও ছাত্রীর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে। ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক ও ছাত্রীদের জন্য মহিলা শিক্ষকের ব্যবস্থা করতে হবে। বর্তমান যুব সমাজ মোবাইল আসক্ত হয়ে পড়েছে। তাই যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে।
গতকাল বুধবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাড়গাঁও ইসলামিয়া কাওমি মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলে চট্টগ্রাম হাটহাজারি মাদরাসার মুহতামিম শাহ আহমদ শফী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে নবী করিম (সা.) এর দেখানো পথ অনুসরণ করতে হবে। মাহফিলে আল্লামা শাহ আহমদ শফী আগত মুসল্লিদের তওবা পাঠ করান।
বড়গাঁও ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাও. বদিউল আলমের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হেফাজত ইসলামের জেলা আমির শিব্বির আহমেদ, ফেনি মাদরাসার মোহাদ্দিস ফরিদ উদ্দিন মোবারক, মাও. শামছুদ্দিন বাড়াইলি। মুফতি নাছরুল্লাহর সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আফম বাবুল বাবু, নদনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান দয়াল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন