শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ব্যাডমিন্টনে ব্রোঞ্জই সম্বল বাংলাদেশের!

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৫ পিএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জই সম্বল বাংলাদেশের। বৃহস্পতিবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের সালমান-উর্মি জুটি শ্রীলঙ্কার জুটির কাছে সরাসরি ২-০ সেটে হেরে যায়। আগেরদিন কোয়ার্টার ফাইনালে স্বাগতিক নেপালের নবীন শ্রেষ্ঠা-নানজাল তামাং জুটিকে ২-০ সেটে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে জয়ের পর সবার প্রত্যাশা ছিল ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠবেন সালমান-উর্মি। কিন্তু না পারলেন না তারা। তবে এমন হারের পরও তৃপ্তি বাংলাদেশ শিবিরে। কারণ সালমান-উর্মি এরআগে কখনোই একসঙ্গে খেলেননি। ফিকশ্চারের কারণেই জুটি গড়তে হয়েছে তাদের। আর দু’জন ট্রেনিংও করেছেন দুই কোচের তত্বাবধায়নে। তাই রসায়নটাও তেমন ছিল না। চলতি এ আসরের ব্যাডমিন্টন থেকে একটি মাত্র ব্রোঞ্জ নিয়েই আগামিকাল দেশে ফিরছে ব্যাডমিন্টন দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন