শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারোত্তোলক জিয়ার ষষ্ঠ স্বর্ণ জয়

নেপাল থেকে জাহেদ খোকন | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৬:০৩ পিএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস ভারোত্তোলনে নারী বিভাগে মাবিয়া আক্তার সিমান্তর ইতিহাস গড়া সোনা জয়ের দিন আরো দু’টি স্বর্ণপদক জিতলো বাংলাদেশ। শনিবার পোখরায় গেমসের ভারোত্তোলনে পুরুষ বিভাগের ৯৬ কেজি ওজনশ্রেণীতে সেরা হয়ে দেশকে ষষ্ঠ স্বর্ণপদক উপহার দিলেন জিয়ারুল ইসলাম। তিনি হারিয়েছেন স্বাগতিক নেপালের বিশাল সিং বিস্টকে। খেলতে নেমে জিয়া স্ন্যাচে তিন লিফটে তোলেন ১৩৫ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন লিফটে ২৬২ কে‌জি তুলে স্বর্ণ জিতেন তিনি। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছেন ভুটানের কেনলি গায়েলশেন।

মাবিয়ার দেখানো পথেই যেন হাটলেন জিয়ারুল। তাই তো স্বর্ণ জিতে তিনি বলেন, ‘আমার অনুভূতির কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খুব খুশি স্বর্ণ জিততে পেরে। পদক জয়ের লক্ষ্য নিয়ে নেপাল এসেছিলাম। তবে স্বর্ণ জিতবো এটা আশা ছিল না। এখন অনেক ভালো লাগছে। দেশবাসীর দোয়ায় আমি এতবড় সাফল্য পেলাম।’ জিয়ারুল যোগ করেন,‘এদিন আমার আগে মাবিয়া স্বর্ণ জিতেছেন। সেটা আমাকে আরো অনুপ্রাণিত করেছিল। মাবিয়ার মতই দেশকে ভালো কিছু উপহার দেয়ার লক্ষ্যে খেলা শুরু করি আমি। আল আমার ইচ্ছা পূরণ করেছেন।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন