শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কমিটি বাতিলের দাবি

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি অসাংবিধানিক, ব্যর্থ ও অকার্যকর দাবি করে তা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেরে মির্জাপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সদরের কলেজ রোডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগ নেতা মীর আসিফ অনিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিয়াম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত খান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল হোসেন রকি প্রমুখ। বক্তরা টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি অসাংবিধানিক, ব্যর্থ ও অকার্যকর দাবি করে তা দ্রুত বাতিলের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন