শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জন করতে হবে অনুষ্ঠানে মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম


 সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন শিক্ষকদের শুধু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত শিক্ষার ওপর জোর না দিয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) নগরীর চর চাকতাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও বলুয়ারদিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
মেয়র এলাকাবাসির দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে চর চাকতাই বিদ্যালয়কে চর চকতাই ইদ্রিস আলম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় নামকরণের ঘোষণা দেন।
চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক শিক্ষা, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, ইয়াছিন চৌধুরী আশু, ফারজানা পারভিন, ছিদ্দিক আলম। এর আগে মেয়র নাছির বক্সিরহাট ওয়ার্ডের কোরবানীগঞ্জে নবনির্মিত আরসিসি ব্রিজের উদ্বোধন করেন।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন