বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

নানা আয়োজনে রাবিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ৫:২৮ পিএম

‘আরবি ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা’ স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। আরবি বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে ‘আরবি ভাষা এবং আধুনিক বিশ্ব’ প্রতিপাদ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিজাম উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমিরেটাস অধ্যাপক ড. এ কে এম ইয়াকুব আলী।

বিভাগের অধ্যাপক ড. মুহা. বিলাল হুসাইন ও সহযোগী অধ্যাপক ড. মো. ছালেকুজ্জামান খানের সঞ্চালনায় আরবি ভাষা ও সমকালীন চ্যালেঞ্জ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন, বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, অধ্যাপক ড. সেতাউর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। এতে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম মিঞা, ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, ড. মো. আবু বকর, সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা প্রমুখ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের এক সেমিনারে মিলিত হয়।

এ সময় বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুছ ছালাম, ড. মুহাম্মদ মতিউর রহমান, ড. মুহা. উবায়দুল্লাহ, ড. মুহাম্মদ নেছার উদ্দিন, ড. মো. মতিউর রহমান, অধ্যাপক মো. সাজিদুল হক, মো. কামারুজ্জামান, কর্মকর্তসহ বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন