শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে দুই রঙয়ের অটোরিকশা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যান চলাচলে শৃঙ্খলা আনতে নতুন বছরের প্রথম দিন থেকেই দুই রংয়ের অটোরিকশা চালুর উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীতে যান চলাচলে জনদূর্ভোগ দূর ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা ও চার্জার রিকশা সংক্রান্ত রাজশাহী সিটি কর্পোরেশন প্রণীত নীতিমালা আগামী ১ জানুয়ারী হতে বাস্তবায়িত হবে।
রাসিকের উপ যানবাহন শাখা থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জার রিকশা চলাচল করতে পারবে না। এখনও যারা অটোরিকশা রেজিস্ট্রেশন কার্ড পাননি তাদের নগরভবনে উপ-যানবাহন শাখায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। ১ জানুয়ারি ২০২০ হতে অটোরিকশার নিবন্ধন কার্ডের জোড় নম্বর অনুযায়ী রং মেরুন ও বিজোড় নম্বর রং পিত্তি করে রাস্তায় গাড়ি বের করতে হবে। প্রতি মাসের প্রথম ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং দুপুর আড়াইটা হতে রাত সাড়ে দশটা পর্যন্ত পিত্তি রং এর অটোরিকশা চলাচল করবে। একইভাবে মাসের পরবর্তী ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রং এবং দুপুর আড়াইটা হতে রাত সাড়ে দশটা পর্যন্ত মেরুন রং এর অটোরিকশা চলাচল করবে। তবে প্রতিদিন দশটা হতে সকাল ছয়টা পর্যন্ত এবং শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে উভয় রং এর অটোরিকশা চলাচল করতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন