বরিশালের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (২০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইন্দ্রজিৎ।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এএসআই ইন্দ্রজিৎ জানান, সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে—এমন খবর পেয়ে ঘটনাহস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে গেলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (এমআরও) ডা. সাদ্দাম জানান, হাসপাতালে ৪ জনের মরদেহ রয়েছে। এছাড়া আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন