বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে বড়দিন উদযাপন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নগরীর গির্জা, বিভিন্ন হোটেল-মোটেলে ও খ্রিস্টানদের বাড়িঘরও সাজানো হয় আলোকসজ্জায়। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় বড়দিনের তৃতীয় প্রার্থনা অনুষ্ঠিত হয় পাথরঘাটার রানি জপমালা গির্জায়। নগরীর পাথরঘাটা, জামালখান, পাহাড়তলী ও জুবিলি রোড এলাকাসহ বিভিন্ন স্থানে ২০টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিশুদের হাতে তুলে দেয়া হয় উপহার সামগ্রী। দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বড়দিন উপলক্ষে বিভিন্ন হোটেলেও দেয়া হয় স্পেশাল প্যাকেজ। অতিথিরা ফ্রি বুফে ব্রেকফাস্ট ও ডিনার গ্রহণ করেন। এদিকে বড়দিন উপলক্ষে নগরী ও খ্রিস্টানপল্লীতে নিরাপত্তা জোরদার করে র‌্যাব-পুলিশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন