শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পুরাতন বছরকে বিদায় জানাচ্ছে নেটিজেনরা

শাহেদ নূর | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৮ পিএম

২০১৯ সালের ৩৬৪ দিন শেষে আজ বছরের শেষ দিন। কাল থেকে শুরু হবে নতুন এক বছর। নতুন এক ক্যালেন্ডার। ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বত্র রয়েছে পাওয়া না পাওয়ার হিসেব। আছে সুখ, দুঃখ কিংবা কষ্ট। প্রকৃতির নিয়ে এসব কিছু মাঝেও বিদায় জানাতে হবে পুরাতনকে। ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনি অনাদি কাল হতে। ’ - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই কবিতার লাইনের মতই সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুরাতন বছরকে বিদায় জানাচ্ছে নেটিজেনরা।

জুয়েল হোসাইন শ্রাবণ তার ফেইসবুকে লিখেন, ‘২০১৯ কে বিদায়... পাওয়া না পাওয়ার হিসেব কখনও করি নি... আল্লাহর কাছে লাখো শুকরিয়া, তিনি যেভাবে রেখেছেন ভালো রেখেছেন।’

‘উনিশ বিশের হিসেব কষে / লাভ ক্ষতিটার করছি মিল, পাপ পুণ্যের লিস্টি দেখে / আঁতকে ওঠে আপন দিল। পাওনা দেনা মিলিয়ে দেখি / শূন্যে আমি করছি বাস, নতুন বছর নতুন করে / আবার মনে জাগল আশ। পুরান বছর পুরান ভুল / আর পুরান স্মৃতি পিছেই থাক, নতুন বছর প্রচেষ্টাতে / রাখবো না আর একটু ফাঁক।’ - ছন্দে লিখেন এমডি আনোয়ার হোসাইন।

জাহিদুর রহমানের প্রত্যাশা, ‘২০১৯ সাল মুসলিমদের খুব খারাপ সময় গেছে, আসা করি আল্লাহ্‌ ২০২০ মুসলিমসহ সবার জন্য সুন্দর করবেন।’

‘হাসি মুখে নিতেছি বিদায়। ফিরে না আসিবো। আর শানতির অভয় বানি জানাও, বার বার।’ - লিখেছেন হাসান সরকার।

তারেক নন্দি লিখেন, ‘হে পুরাতন তোমায় জানাই বিদায়। নতুন সূর্যের আলোর মত হোক সকলের জীবন আনন্দময়। সুন্দর হোক, শুভ হোক তোমাদের আগামী সকাল।’

পুরাতন বছরের ভুল-ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে শাহরিয়ার আহমেদ নাইম লিখেন, বিদায় ২০১৯... এই বছরে যদি কারো সাথে কোনো ভুল করে থাকি, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন... সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।’

খাঁন মো. জাহিদ লিখেন, ‘শিশির বিন্দু আমি তোমার সাথে জড়িয়ে ছিলাম ১২ মাস, অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি তবুও হারাই নি বিশ্বাস। মন তোমাকে ভুলে যেতে চায় না, তবুও ভুলে যেতে হবে তোমায়। করতে বরণ ২০২০ সাল, বিদায় জানাই ২০১৯ সাল তোমায়। ’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন