বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অর্থ পাচার রোধে বিএফআইইউ-বিএসইসির সমঝোতা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

অর্থ পাচার রোধে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই সমঝোতা স্বারক সই হয়। বিএসইসির পক্ষে নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী এবং বিএফআইইউ’র পক্ষে মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী স্মারকে সই করেন। আগে অর্থ পাচার রোধে সিকিউরিটিজ হাউজ থেকে তথ্য সংগ্রহ করত বিএফআইইউ। সমঝোতার কারণে বিএফআইইউকে এখন থেকে তথ্য সরবরাহ করবে বিএসইসি। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন, বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহা. রাজী হাসানসহ বিএসইসি ও বিএফআইইউ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন