শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেছারাবাদে অগ্নিকান্ডে বসতঘর ভস্মিভূত

নেছারাবাদ(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৪:২৫ পিএম

নেছারাবাদে অগ্নিকান্ডে স্বপন মজুমদার নামে এক ব্যাক্তির বসতঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে। রবিবার রাতে উপজেলার আটঘর কুড়িয়ান ইউনিয়নের ব্রাক্ষনকাঠি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ সুত্রে জানাযায়। বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে অগ্নিকান্ডের কারণ বলে জানা গেছে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওই দিন রাতে ঘরের কেয়ারটেকার সুনীল বিশ্বাস ঘরের ভিতরে আগুন দেখে ডাক চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় আসবাবপত্রসহ বসত ঘরটি পুড়ে ভস্মীভুত হয়। খবর পেয়ে স্বরূপকাঠি ও বানারীপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রে আনে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আবদুল্লা আল মামুন বাবু ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন