শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুদকের অভিযানে দিনাজপুরে পিআইও’র ঘর থেকে কয়েক বস্তা টাকা উদ্ধার

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ৬:৪৫ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস ও তার আবাসিক ব্যারাকে দুদকের অভিযান চলছে। এ পর্যন্ত কয়েক বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এক কোটি ৭০ টাকা গননা করা হয়েছে। পিআইও তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
দূর্ণীতি দমন কমিশনের দিনাজপুরের উপ পরিচালক আশিকুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবিরুল ইসলামের উপস্থিতিতে অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পার্বতীপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বিকেল ৫ টা থেকে শুরু হওয়া অভিযানে বস্তায় থাকা বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। টাকা গননা শেষে পূরো টাকার পরিমাণ জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
** হতদরিদ্র দীনমজুর কহে ** ৯ জানুয়ারি, ২০২০, ৭:৩৫ পিএম says : 0
দয়া করে মোট টাকার পরিমান জানান।কি ভাবে এত টাকা পি আই ও'র কাছে এলো আশা করি ইনকিলাবের সাহসি সাংবাদিকরা সঠিক তথ্য সংগ্রহ করে তা পত্রিকায় প্রকাশ করবেন।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন