বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের ভেল্কিবাজি ও অব্যাহত লোডশেডিং আবারও শুরু হয়েছে। রমজানে বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক জীবন। এ অবস্থায় ব্যবসায়ী, বিদ্যুৎ গ্রাহক ও রোজাদারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে যে কোন সময় বিদ্যুৎ অফিসে হামলা, ভাঙচুরসহ দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে। লোডশেডিংয়ে অতিষ্ঠ করে তুলছে হোসেনপুরবাসীকে। ইফতার, তারাবিহ ও সেহ্রীর সময় বিদ্যুৎ বিভ্রাট আর লোডশেডিং হচ্ছে পালাক্রমে। এ অবস্থায় উপজেলা সর্বত্র বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে সবাইকে। বিদ্যুতের ভেল্কিবাজি, অব্যাহত লোডশেডিংয়ের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে উৎপাদনমুখী ছোট ছোট শিল্প কারখানার উৎপাদন। ঈদকে সামনে রেখে বিপর্যয়ের মুখে পড়েছে সকল ধরনের ব্যবসায়ীরা। এখন থেকে অব্যাহত লোডশেডিং না দেয়ার জন্য উপজেলার সকল শ্রেণীর মানুষ অনুরোধ জানিয়েছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন