পতেঙ্গা সৈকতে ৩০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
এতে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। পতেঙ্গা সৈকতের আধা কিলোমিটার এলাকায় এই অভিযানে ৩০০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ম্যাজিস্ট্রেট সাইফুল আলম সাংবাদিকদের বলেন, পতেঙ্গা সৈকত এলাকায় গড়ে উঠেছে অনেকগুলো অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনার কারণে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটকদের দুর্ভোগ হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ দেশের অন্যতম পর্যটন এলাকা এই সৈকতের ব্যাপক উন্নয়ন হওয়ায় পর্যটকের সংখ্যা বাড়ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন