বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মরিয়মের চিকিৎসায় সাহায্যের আবেদন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ব্রেন টিউমারে আক্রান্ত ৫ বছরের শিশু মরিয়ম। ভোলা জেলার লালমোহন থানার সিরাজুল ইসলাম ও মাতা আসমা বেগমের কন্যা মরিয়ম। কুঞ্জেরহাটের কাছে কালিরহাট বাজারের সামান্য ওষুধের দোকানদার সিরাজুল ইসলাম। ৩ সন্তানের মধ্যে মেঝো মরিয়ম। ৪ বছর বয়স থেকে মাথা ব্যাথায় ভুগতে থাকে মরিয়ম। তখন বরিশাল নিয়ে ডাক্তার দেখালে তারা পরীক্ষা নিরিক্ষা করে তার ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় নিয়ে নিজের সমস্ত পুঁজি দিয়ে অপারেশন করান। কিন্তু অপারেশন ঠিকমতো না হওয়ায় আবারো মাথা ব্যাথায় ভুগতে থাকে মরিয়ম। পুনরায় ডাক্তার দেখালে ডাক্তার বলেন, টিউমার এখনো রয়ে গেছে এবং মাথার একটি রগ কেটে গেছে। যার কারণে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। তখন মরিয়মকে বাঁচাতে বাবা সিরাজ বিভিন্ন জনের কাছ টাকা ধার নিয়ে চলে যান ভেলরে সিএমসি হাসপাতালে যান। সেখানে নিউরোলজি বিভাগের ডাক্তার দেখালে তারা অপারেশন করার কথা বলেন। এর জন্য প্রয়োজন ৪ লাখ টাকা। হাসপাতালের সিট ভাড়া, ওষুধ, দৈনন্দিন খরচসহ আরো কয়েক লাখ টাকার প্রয়োজন। এত টাকা জোগাড় করার মতো অবস্থা নেই সিরাজের। তাই মরিয়মের মা আসমা বেগম সমাজের সকলের সহযোগিতার আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
আসমা আক্তার
হিসাব নং ১২৪৮৮৮
উত্তরা ব্যাংক,
লালমোহন শাখা, ভোলা
মোবাইল ০১৭২৮৭৮০০৯০ (বিকাশ)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন