শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বগুড়ার টিটিসিতে চায়না জব ফেয়ার ও ফ্রি সেমিনার

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বগুড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আহমেদ ইন্টারন্যাশনাল-এসটিসির উদ্যোগে ফ্রি সেমিনার হয়। গতকাল শনিবার এ সেমিনার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
করতোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস বগুড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় টিটিসির অধ্যক্ষ সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান, আহমেদ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, এসটিসির পরিচালক জহুরুল ইসলাম, কেটিটির প্রধান নির্বাহী মেহেদী হাসান নয়ন ও সার্ভে এর প্রধান নির্বাহী সারিউল ইসলাম রাজু। ফ্রি সেমিনারে বগুড়াসহ উত্তরাঞ্চলের ৫শতাধিক উচ্চশিক্ষিত বেকার যুবকগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন