পরকীয়ার জেরে বান্দরবানে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এসময় দায়ের এলোপাথাড়ি কোপে আহত হয়েছে পরকীয়ায় জড়িত প্রেমিক। ঘটনাটি ঘটেছে জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায়। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনা আক্তার (২৬) তেলুনিয়া পাড়ার মৃত ইব্রাহিমের মেয়ে। অন্যদিকে ঘাতক জাকির হোসেন তেলুনিয়া পাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পরকীয়া প্রেমিক মো. মিজানকে (২৪) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘাতক স্বামী জাকির হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। বর্তমানে তিনি আজিজনগর পুলিশ ফাঁড়িতে আছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন