শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিসিএলে নেই তুষার ইমরান!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কানো অঘটন না ঘটলে গতকাল শেষরাতেই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পাকিস্তান সফরে থাকা জাতীয় তারকাদের অনুপস্থিতিতেই গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের (বিসিএল) ‘প্লেয়ার্স ড্রাফট’। খেলোয়াড়দের এই নিলামে দল নিশ্চিত হয়েছে ৫৪ ক্রিকেটারের। ২৪ জনকে ধরে রেখেছে যাঁর যাঁর দল।

বিসিএলের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহর খেলাটা তাই অনেকটাই নিশ্চিত। তিন বছর পর বিসিএলের দলে দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার সবশেষ বিসিএল খেলেছিলেন ২০১৭ সালের ফেব্রæয়ারিতে। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় বিসিএলের প্লেয়ার্স ড্রাফটে নাম নেই ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১১৭০৪ তুষার ইমরান। বিসিএল শুরু হবে ৩১ জানুয়ারি।

বিসিএলে কে কোন দলে
বিসিবি উত্তরাঞ্চল
লিটন দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম, তানভীর হায়দার, সানজিত সাহা, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী ও মুক্তার আলী।
ধরে রাখা খেলোয়াড় : মুশফিকুর রহিম, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন।

বিসিবি দক্ষিণাঞ্চল
মাহমুদউল্লাহ, ফজলে রাব্বী, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান সুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান, রুবেল মিয়া।
ধরে রাখা খেলোয়াড় : আবদুর রাজ্জাক, আল আমিন, এনামুল হক, মেহেদী হাসান, নুরুল হাসান, শফিউল ইসলাম।

ওয়ালটন মধ্যাঞ্চল
মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলী, নাঈম শেখ, নাজমুল ইসলাম, ইরফান হোসেন, আবদুল মুজিব, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ।
ধরে রাখা খেলোয়াড় : সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন, আরাফাত সানি, শদিউল ইসলাম।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির হাসান, তানভীর ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রাজা, ইমানুর উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী।
ধরে রাখা খেলোয়াড় : তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন