কুষ্টিয়ায় এক দোকান কর্মচারিকে হত্যার দায়ে লিটন নামে এক যুবককে মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। আদালতের পিপি অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।
দনডপ্রাপ্ত লিটন কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া এলাকার শহীদ লিয়াকত হোসেন সড়ক এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ জুন রাত সাড়ে ১১টায় শহরের আড়–য়াপাড়া এলাকায় ৩নং স্কুল সংলগ্ন স্থানীয় নয়নের দোকানের সামনে গার্মেন্টস দোকান কর্মচারি ইয়াছির আরাফাত লাল্টু চিপস কিনে খাচ্ছিলেন। এ সময় লিটন এসে লাল্টুকে কুপিয়ে পালিয়ে যায়। লাল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরদিন ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত লাল্টুর বাবা খন্দকার সামসুল আলম লিটনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন