শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রামগড়ে বিদ্যালয়ের ছাদ ঢালাই অনিয়মে দুদকের তদন্ত

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের ছাদ ঢালায়ের দুর্নীতি-অনিয়মের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের অংশ হিসেবে গত বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা সরজমিনে বিদ্যালয়টি পরিদর্শনসসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসাস সামিয়া ট্রেডাস’ নামের প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের দ্বিতল ভবনের ছাদ ঢালায়ের অনিয়ম নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায়। ওই রিপোর্ট প্রকাশের পর তোলপাড় শুরু হয় সর্বত্র। দুদকের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্তের নির্দেশনা আসে এবং এর অংশ হিসেবে দুদকের এ অভিযান। সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটি দুর্নীতি দমন কমিশন এর সহকারী পরিচালক আহসানুল কবির এ প্রতিনিধিকে জানায়, বিভিন্ন পত্র-পত্রিকায় রিপোর্ট প্রকাশের পর অনিয়মের বিষয়টি তাদের নজরে আসে।
এছাড়া উপজেলা দুপ্রক প্রতিনিধসহ স্থানীয়রা দুদকের হটলাইনে ফোন দিয়েও ওই অনিয়মের বিষয়ে প্রতিকার চান। অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক তদন্তের সিদ্ধান্ত হয়। এসময় দুদক কর্মকর্তা আরো বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিম্নমানের কংক্রিত ব্যবহারের অভিযোগ প্রমানিত হওয়ার পর নিম্নমানের কংক্রিত বাদদিয়ে নতুন এবং ভালমানের কংক্রিত ব্যবহার করছে। পরবর্তিতে বাদ দেয়া নিম্নমানের কংক্রিত যাতে ব্যবহার না করে এবং তা অন্যত্র ছড়িয়ে নিতে বলা হয়।
পরবর্তিতে আর ছাড় দেয়া হবেনা বলে নির্দেশ প্রদান করেন। সময় সঙ্গে ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটি দুদকের সহকারী পরিদর্শক শ্যামল কান্তি নাথ ও এএসআই নবীউল ইসলাম, সহকারী প্রকৌশলী জীবক চাকমাসহ রামগড় দুপ্রক সভাপতি শাহআলম মজুমদার-সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য রতন বৈষ্ণব ত্রিপুরা-করিম শাহ, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহম্মদসহ ঠিকাদার এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন