সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্লাস্টিক ব্যাগমুক্ত ঢাকা পাটশালার উদ্যোগে মন্ত্রণালয়ের সমর্থন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

নিষিদ্ধ পলিথিন আর প্লাস্টিকে নাকাল পুরোদেশ। মাঠ-ঘাট, খাল-বিল, নদী-নালা এমনকি সমুদ্র সয়লাব হয়ে আছে এই প্লাস্টিকে যা ৪০০ বছরেও পঁচে না, গলেনা। চরম হুমকিতে থাকা বিশ্ব পরিবেশের বাইরে নয় বাংলাদেশের রাজধানী ঢাকা। এই শহরের প্রতিটি অলি গলি এবং সমস্ত ড্রেনগুলো পলিথিন আর প্লাস্টিকে নিমজ্জিত। বাজার, শপিংমল সর্বত্র প্লাস্টিকের ব্যাগ। নেই কোন উপযুক্ত বিকল্প। যদিও পাটের দেশ বাংলাদেশ। এদেশের পাটকে বিশ্বজুড়ে সোনালী আঁশ বলে অভিহিত করা হয়। এক সময়ে এদেশে চটের ব্যাগের প্রচলন ছিলো। কিন্তু সময়র সাথে সাথে এবং প্লাস্টিক ও পলিথিন ব্যাগের সহজলভ্যতার কারনে পাট তার আবেদন হারাতে থাকে। এখন মনে করা হয় পাটপণ্য হলো বিদেশী আর বড়লোকদের পণ্য। অথচ এই ধারনা সম্পূর্ণ ভুল। পাটকে সামান্য প্রক্রিয়াজাত করে এটিকে সস্তা এবং সহজলভ্য করা সম্ভব। আর সেই উদ্যোগ নিয়েছে দেশের পাটখাতের একমাত্র বেসরকারী উন্নয়ন ও গবেষণা সংস্থা পাটশালা। গ্রীন ব্যাগ নামে একটি বিশেষ পাটের ব্যাগ প্রচলন ও বাজারজাত করণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এই বিশেষ উদ্যোগ নিয়ে গতকাল মন্ত্রণালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী এবং সচিব এর সাথে সৌজন্য সাক্ষাত করেন পাটশালা’র চেয়ারম্যান চাষী মামুন। সাক্ষাতকালে এই বিশেষ উদ্যোগের প্রসংশা করেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও সচিব লোকমান হোসেন মিয়া। পাটশালার এই উদ্যোগের সাথে সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করা হয়। পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগকে অনন্য ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তারা।

পাটশালা’র চেয়ারম্যান চাষী মামুন জানান, ঢাকার ১০০ মার্কেটকে প্লাস্টিক ব্যাগ (সিমেন্ট ও সার এর বস্তা দিয়ে তৈরী ব্যাগ) মুক্ত করতে আমরা উদ্যোগ নিয়েছি। পাটের তৈরী একটি বিশেষ ব্যাগ প্রচলন করতে যাচ্ছি। এই ব্যাগে নাম দিয়েছি গ্রীন ব্যাগ বা সবুজ ব্যাগ। কার্যকরী সবুজ শহর গড়ার লক্ষেই এই উদ্যোগ। আর এই উদ্যোগ সরকারকে অবহিত করতেই মন্ত্রী ও সচিবের সাথে সৌজন্য সাক্ষাত করে তাঁদের নিকট পাটশালা’র ‘সবুজ ব্যাগ’ এর নমুনা উপস্থাপন করি। তাঁরা এই ব্যাগের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। আসছে মুজিব জন্মশত বার্ষিকীর দিন থেকে ১০ লাখ পিস ব্যাগ নিয়ে ঢাকা শহরে প্রচলণ শুরু হবে। এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে করা হবে। তিনি বলেন, গ্রীণ ব্যাগের উদ্যোগ বাস্তবায়নে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সহযোগিতা প্রয়োজন। একটি সমন্বিত উদ্যোগ হলেই প্রকৃত সবুজ শহর নির্মাণ সম্ভব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন