শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার কবি হিসেবে তৌকীর আহমেদের আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৬ এএম | আপডেট : ১২:২৭ এএম, ৭ ফেব্রুয়ারি, ২০২০

একুশে গ্রন্থমেলায় এবার কবিতার বই নিয়ে হাজির হচ্ছেন তৌকীর আহমেদ। এটি তার প্রথম কবিতার বই। কাব্যগ্রন্থটির নাম ‘একগুচ্ছ কবিতা’। এর প্রচ্ছদ করেছেন তৌকীরের স্ত্রী অভিনেত্রী-নির্মাতা-চিত্রশিল্পী বিপাশা হায়াত। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ নিয়ে কবিতার বই প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, বইটিতে কয়টি কবিতা আছে, কবিতাগুলোতে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছি- এ বিষয় নিয়ে আমি আপাতত বলতে চাচ্ছি না। আমি চাই, পাঠকরা বইটি পড়েই সব জানুক। সপ্তাহ খানেকের মধ্যেই মেলাতে পাওয়া যাবে বইটি। এটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। উল্লেখ্য, এর আগে ২০১২ সালে প্রকাশিত হয় তৌকীর আহমেদের বই প্রতিসরণ। এটি মঞ্চে ২০০তম প্রদর্শনীর পর বই আকারে প্রকাশিত হয়। এছাড়া ২০১৩ সালে প্রকাশিত হয় ইচ্ছেমৃত্যু এবং ২০১৫ সালে সবশেষ বের হয় অজ্ঞাতনামা। এটি থেকে পরবর্তী সময়ে সিনেমা নির্মাণ করা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন