শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বই পেল না ওরা

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বছরের দেড় মাস পার হতে চললেও চাটখিল উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা বই পায়নি। এতে করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।
জানা যায়, প্রতি বছর বছরের প্রথম দিনই ১লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানগুলোতে চাহিদা অনুযায়ী ডিসেম্বর মাসেই বই সরবরাহ করা হয়ে থাকে। এ বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়নি। এ ব্যাপারে চাহিদা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বই পাওয়ার জন্য বার বার উপজেলা শিক্ষা অফিসে ধর্ণা দিয়েও কোন লাভ হয়নি। দশঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনোভিশন কে জি স্কুল, হলি চাইল্ড কে জি এন্ড মডেল হাই স্কুলসহ ১০/১২টি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করলে প্রধান শিক্ষকগণ জানান, তাদেরকে বার বার বই দেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসে এনে হয়রানি করে অনেকের কাছ থেকে খরচের টাকা আদায় করেও বিভিন্ন অজুহাত দিয়ে বই দেয়নি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এ টি এম এহসানুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বই এর চাহিদা জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে, বই আসলে দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন