গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ধলাগড় ব্রিজ এলাকায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা চালানোর অপরাধে গুড়িয়ে দিয়েছে এবং সত্ত্বাধিকারী আনোয়ার হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া সন্মানিয়া ইউনিয়নের আরো ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে বলে জানাগেছে।
জানা যায়, ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার উত্তর খামের এলাকার মেসার্স হাইফা সাদিয়া ব্রিক্স (এইচ.এস.বি) ভাটায় অভিযান চালায়। এসময় তারা এস্কেভেটর দিয়ে ইটভাটা গুড়িয়ে দেয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব সদস্যরা সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারি পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ, পরিদর্শক দিলরুবা আক্তার প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন