সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। বিনা ভোটে নির্বাচিত সরকার অবৈধভাবে ১৫ বছর দেশের সাধারণ মানুষকে পরাধীন করে রেখেছে। গতকাল বুধবার রাজশাহীর গনকপাড়া মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিভাগীয় সমাবেশ তিনি এ মন্তব্য করেন। সমাবেশের সেøাগান ছিলো- ‘দুনিয়ার মজদুর একহও, দুঃশাসন রুখে দাঁড়াও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও’।
সমাবেশে রাজশাহী বিভাগের নেতাকর্মী-সমর্থকরা জনসভায় অংশগ্রহণ করে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রাগিব আহসান মুন্না।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পরবর্তী জনসভা ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ, ২৩ ফেব্রুয়ারি সিলেট, ২৯ ফেব্রুয়ারি রংপুর, ১০ মার্চ বরিশাল, ২০ মার্চ ঢাকায় এবং ২৮ মার্চ যশোরে জনসভা করার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন