আউয়াল আনোয়ার
এ জগত বড়ই মায়াময়
চারদিকে মায়ার খেলা শুধু
শরৎ চলিয়া যায়
হেমন্ত হিমে মাঠে মাঠে গীত ভেসে আসে
তোমাকেই মনে পড়ে,ঠিক তেমনিই
জীবনানন্দ রাত দীর্ঘ হয়
কিছু অদ্ভুত আর্তনাদ পেচার ডাক
রহস্যঘেরা একটি পুকুর
ঝি ঝি পোকার ডাক
হারিয়ে যাওয়া বন্ধুর মুখ
কেউ জানেনা কোনোকিছু,
মাষ্টার মশাইয়ের পান্ডিত্যভরা মুখ খুব করে মনে পড়ে
‘ক-তে কবিতা’
‘জ-তে জীবনানন্দ দাশ’
আজও সেই বারান্দায়
একদিন মা আমার বাবার জন্য কেঁদেছিলেন খুব
সেদিনই প্রথম বুঝেছিলাম প্রেমের চেয়ে অধিক নেই কিছু আর
কুয়াশার পাজর ঠেলে ঠেলে চিক চিক রোদ
লাজুক চোখ কাকে খোঁজে যেনো
কাকে?
অন্ধকারেও সে কী অপরূপা!
মায়া বাড়ে মায়া
শুধুই স্বর্গীয় প্রপাত
জীবনানন্দের বাড়ি কোথায়?
মায়াপুর।
মন্তব্য করুন