স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। তিনি গতকাল শনিবার কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোসহ শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি খাতে সরকারের উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে। শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। মুজিববর্ষে দেশের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার আহবান জানান।
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রিন্সিপাল বাবুল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মিতা সফিনাজ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, লাকসাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. দলিলুর রহমান মানিক, লাকসাম পৌর প্যানেল মেয়র আব্দুল আলিম দিদার, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন