শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘মুক্তিযুদ্ধে মেনন কারো খালু ছিলেন না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশের স্বাধীনতার গৌরব থেকে বামপন্থীদের বাদ দেওয়া যাবে না বলে দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বামপন্থীরা কারও ‘খালু ছিলেন না’। তারা স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনে ‘স্বাধীনতা জনগণতান্ত্রিক প‚র্ব বাংলা ঘোষণা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। বামপন্থীরাই প্রথম স্বাধীনতার সাহসী উচ্চারণ করেছেন দাবি উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, তবে, এই কথা ধ্রুবতারার মতো সত্য যে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। নেতৃত্ব দিয়ে তাকে চ‚ড়ান্ত রূপ দিয়েছেন। কিন্তু স্বাধীনতার সংগ্রামে সঙ্গে বামপন্থী ও কমিউনিস্টদের স্বপ্ন ঘাম, অশ্রু আর রক্ত জড়িয়ে আছে।
দেশে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হয়নি দাবি করে মেনন বলেন, কিন্তু জনগণতন্ত্র দ‚রে থাক, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। তাই বলে জনগণতন্ত্রের স্বপ্ন, সমাজতন্ত্রের স্বপ্ন মিথ্যা হয়ে যায়নি। আজ না হোক ভবিষ্যতে স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়বই। ৫০ বছরে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মেজবাহ কামাল, আবুল হোসাইন প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন