শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেবাচিমে সেমিনার অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বিশ্বে প্রতি ৪ হাজার শিশুর একজন জন্মগত থাইরয়েড হরমোনের অভাব নিয়ে জন্মগ্রহণ করলেও বাংলাদেশে এ হার ২ হাজার শিশুর মধ্যে ১ জন। জন্মগত হাইপোথাইরয়েডিজমে আক্রান্তের হার বাংলাদেশে বৈশ্বিক হারের প্রায় দ্বিগুণ। গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে সরকারের উন্নয়ন কর্মসূচির ‘নবজাতকের মধ্যে জন্মগত হাইপোথাইরয়েড রোগের প্রাদুর্ভাব সনাক্তকরণ’ নামক এক সেমিনারে এই তথ্য উপস্থাপন করা হয়।

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সের পরিচালক ডা. নাফিসা জাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ডা. মনিরুজ্জামান শাহীন, বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন