শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেবাচিমে চালু হচ্ছে শিশু নিউরোলজি বিভাগ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

দক্ষিণাঞ্চলে প্রথমবারের মত শিশুদের স্নায়ু ও মানষিক বিকাশে চিকিৎসার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হতে যাচ্ছে শিশু নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। বিভাগটির কার্যক্রম শুরুর লক্ষে জনবল নিয়োগের নিমিত্তে পদ সৃজনে সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিশাখা-৪ এর উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিফ একাউন্টন্স অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সারা দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে ‘শিশু নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে সরকারিভাবে পদ সৃজনে সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগটি চালু করতে ৬টি পদ সৃজনের সরকারি মঞ্জুরি দেয়া হয়েছে। পদগুলো হচ্ছে- সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার, সাইকোলজিস্ট, ডেভেলপমেন্ট থেরাপিস্ট, সহকারী রেজিস্ট্রার এবং জুনিয়র কনসালটেন্ট। তবে ঠিক কবে নাগাদ এ হাসপাতালে ‘শিশু নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ’ চালু হবে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু না বলতে পারলেও সরকারি নির্দেশনার আলোকে জনবল প্রাপ্তির পরে যত দ্রুত সম্ভব তা চালু করা হবে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন