দীর্ঘদিন ঝিমিয়ে পড়া জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগের বিভিন্ন ইউনিট তথা রাজবাড়ী, ফরিদপুর,শরীয়তপুর, মাদারীপুর , গোপালগঞ্জ এর প্রত্যান্ত অঞ্চলের যুবদলের নেতা কর্মীরা গা ঝাড়া দিয়ে উঠেছে এ যেনো এক হ্যামিলনের বাশীওয়ালা। জানা যায় দীর্ঘদিনের যুবদলের সুপার ফাইভ কমিটি থাকার পরে কিছুদিন পূর্বে যুবদল কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা মহামহানগর সহ ১১ টি বিভাগীয় সাংগঠনিক টিম করে দল পুনর্গঠনের জন্যে দায়িত্ব দেওয়া হয়। এই টিম গুলি বিভাগগুলিতে কাজ শুরু করলে সারা দেশে যুবদলের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় বিশেষ করে ফরিদপুর বিভাগে কেন্দ্রীয় সহ সভাপতি হিসাবে মাহবুবুল হাসান পিংকু ভূইয়া কে দ্বায়িত্ব দিলে গোটা অঞ্চলে এক অভূতপূর্ব আলোড়ন সৃস্টির মধ্যে দিয়ে ঝিমিয়ে যাওয়া তৃনমুল নেতকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ফিরে আসে। ইতিমধ্যে পিংকুর নেতৃত্বে ফরিদপুর বিভাগীয় বিভিন্ন ইউনিটের সুপার ফাইভ নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক সভা ফরিদপুরে অনুষ্ঠিত হয় যে সভা থেকে স্ব - স্ব জেলায় দল পুনর্গঠনের জন্যে নির্দেশনা দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ফরিদপুর জেলা কমিটির বিভিন্ন ইউনিট মহানগর কমিটি এবং রাজবাড়ী জেলা কমিটির বিভিন্ন ইউনিট নিয়ে পৃথকভাবে ফরিদপুর এবং রাজবাড়ী তে কর্মিসভা অনুষ্ঠিত হয় এবং সকল নেতা কর্মী দের শতঃস্ফূর্ত ভোটে রাজবাড়ী জেলা যুবদলের কমিটি সহ ফরিদপুর জেলার বিভিন্ন মেয়াদ উত্তির্ন অকার্যকর থানা কমিটি ভেংগে দিয়ে গনতন্ত্র চর্চার মধ্যে দিয়ে নূতন কমিটি গঠন করার দিক নির্দেশনা দেওয়া হয়। যে নির্দেশনা পাওয়ার পর রাজবাড়ী সহ ফরিদপুর বিভাগের সকল ইউনিটের নেতা কর্মী রা কার্য্যত নূতন করে জেগে উঠেছে। সর্বত্র একই কথা এবার আর পকেট কমিটি হবে না এবার রাজপথের ত্যাগী নেতা কর্মী দের মুল্যায়ন হবে এবং পিংকু একজন পরীক্ষিত সত এবং নিজেই পোড় খাওয়া কর্মী বান্ধব নেতা হিসাবে সকলের কাছেই সু পরিচিত। উল্লেখ্য এই মাসের মাঝামাঝি ফরিদপুরের ব্রহত্তর ৫ টি জেলা নিয়ে ফরিদপুর যুবদলের বিভাগীয় কমিটি গঠন করা হয়। ঐ জেলা গুলো হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ , মাদারীপুর ও শরীয়তপুর ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন