কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামে (ইশাখা সিএনজি পাম্প সংলগ্ন) সা’আদ পন্থীদের ৩ দিন ব্যাপী ইজতেমা বন্ধের দাবিতে গতকাল বুধবার দাউদকান্দি ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে কুমিল্লার ১৭টি উপজেলা থেকে হাজার হাজার ধর্ম প্রাণ মুসলমান দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাগম হয়ে বিক্ষোভ মিছিল করে।
দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে রাখে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলমি সূরা পন্থির মাওলানা নজরুল ইসলাম ফরাজী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা মুফতি আমজাদ হোসেন প্রমূখ।
দাউদকান্দি উপজেরা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সমুন ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের আশ্বাসে বিক্ষোভ কারীরা অবরোধ ছেড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন