রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কিউইদের কাছে টেস্টেও হোয়াইটওয়াশ ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

ক্রাইস্টচার্চে মাত্র আড়াই দিন টিকতে পারলো ভারত। নিউজিল্যান্ডের কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কোহলিরা হেরেছে ৭ উইকেটে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্টেও হোয়াইটওয়াশের লজ্জা পেতে হলো সফরকারীদের। অবশ্য এমন কিছু যে হতে যাচ্ছে তা দ্বিতীয় দিনেই বোঝা যাচ্ছিল। ৬ উইকেটে ৯০ রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত গুটিয়ে গেছে ১২৪ রানে! নিউজিল্যান্ডের বোলাররা বাকি ৪ উইকেট তুলে নিতে সময় নিয়েছেন মাত্র ৪৭ মিনিট। তাতে ১৩২ রানের লক্ষ্য পায় স্বাগতিক নিউজিল্যান্ড। বল হাতে সেভাবে প্রভাব বিস্তার করতে না পারায় দুই ওপেনারেই জয়টা সহজ হয়ে যায় কিউইদের। ওপেনিংয়ে টম ল্যাথাম ৫২ রানে ফিরে গেলে উদ্বোধনী জুটি ভাঙে ১০৩ রানে। দ্রæত কেন উইলিয়ামসন (৫) ও টম বøান্ডেল (৫৫) ফিরলেও জয়ের কাছেই ছিল কিউইরা। তারা ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ৩৬ ওভারে। দুটি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা।

ভারত ১ম ইনিংস : ২৪২ ও ২য় ইনিংস : (আগের দিন ৯০/৬) ৪৬ ওভারে ১২৪ (পৃথ্বী ১৪, মায়াঙ্ক ৩, পুজারা ২৪, কোহলি ১৪, রাহানে ৯, উমেশ ১, বিহারি ৯, পান্ত ৪, জাদেজা ১৬*, শামি ৫, বুমরাহ ৪; সাউদি ৩/৩৬, বোল্ট ৪/২৮, জেমিসন ০/১৮, ডি গ্র্যান্ডহোম ১/৩, ওয়াগনার ১/১৮)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৩৫ও ২য় ইনিংস : (লক্ষ্য ১৩২) ৩৬ ওভারে ১৩২/৩ (ল্যাথাম ৫২, বøান্ডেল ৫৫, উইলিয়ামসন ৫, টেইলর ৫*, নিকোলস ৫*; বুমরাহ ২/৩৯, উমেশ ১/৪৫, শামি ০/১১, জাদেজা ০/২৪, কোহলি ০/৪)।
ফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড।
ম্যাচসেরা : কাইল জেমিসন। সিরিজসেরা : টিম সাউদি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন